Home » বরিশাল » বরিশাল সদর » চরমোনাইতে চাঁদা দিতে অস্বীকার: ব্যবসায়ীকে কুপিয়ে আহত-মামলা
৬ October ২০২৫ Monday ৯:৫৪:৫৯ PM
চরমোনাইতে চাঁদা দিতে অস্বীকার: ব্যবসায়ীকে কুপিয়ে আহত-মামলা
নিজস্ব প্রতিনিধি:
পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করায় চারজন সহ অজ্ঞাতনামা আরো পাঁচজন সহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিচারক ওই নির্দেশ প্রদান করেন।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছে চরমোনাই বিশ্বাস হাটের তুষার, দেলোয়ার ওরফে দুলাল বাড়ি, হেলাল বাড়ি, মুর্তজা সহ অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
চরমোনাই বিশ্বাস হাটের অধিবাসী লিটন হাওলাদার মামলায় উল্লেখ করেন আসামিরা বাদির কাছে ব্যবসা করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
বাদি টাকা দিতে অস্বীকার করায় গত দুই অক্টোবর আসামিরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ বাদির উপর হামলা চালায় এতে বাদি গুরুতর আহত হয়।
আহত অবস্থায় বাঁদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট
বরিশালে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে মাছ-সবজির দাম