সেরাদের ‘সেরা’ সদর গার্লস নিজস্ব প্রতিবেদক
ঘোষিত জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষার ফলাফলে গত কয়েক বছর ধরে পিছিয়ে ছিলো বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় (সদর গালর্স)। এবার সেই সদর গালর্স স্কুলই বরিশাল শিক্ষা বোর্ডে সেরাদের সেরা হয়েছে।
অপরদিকে এতদিনের সাফল্যের ধারাবাহীকতায় ছন্দপদন ঘটিয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। পর পর তিনবার সেরাদের শীর্ষে ছিল কলেজটি। এবার তাদের টপকে সদর গালর্স স্কুল নজরকাড়া এ ফলাফল করেছে।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানায়, বরিশাল সরকারি বিদ্যালয় থেকে ২৮৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। তাদের মধ্যে নিয়ে ২৮৩জন শিক্ষার্থী পাশ করেছে। উত্তীর্ণ হতে পারেনি একজন শিক্ষার্থী।
জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন বোর্ড নির্ধারিত পাঁচটি মানদন্ডে সদর গালর্স ৯১ দশমিক ৯৪৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়া গত বছরের ফলাফলে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান, ২০১১ সালে তৃতীয় স্থান অধিকার করেছিলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এই ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি মডেল পরীক্ষা ও বিশেষ কোচিং করানো হয়েছে।
তিনি আরো বলেন, মডেল টেস্টে কোন শিক্ষার্থী ফলাফল তুলানামুলক খারাপ করলে, ওই শিক্ষার্থীর অভিভাবাকদের সতর্ক করে দেওয়া হয়। আর এতেই নজরকাড়া এ ফলাফল করেছে সদর গার্লস স্কুল।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |