Current Bangladesh Time
রবিবার মে ২৬, ২০১৯ ৫:২৪ অপরাহ্ন
Barisal News
Latest News
প্রচ্ছদ » বরিশাল, বরিশাল সদর » সেরাদের ‘সেরা’ সদর গার্লস
২৯ ডিসেম্বর ২০১৩ রবিবার ৭:১৫:২৪ অপরাহ্ন
Print this E-mail this

সেরাদের ‘সেরা’ সদর গার্লস
নিজস্ব প্রতিবেদক


barisal-girls-school-jsc বরিশাল সরকারী বালিকা বিদ্যালয় (সদর গালর্স)ঘোষিত জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষার ফলাফলে গত কয়েক বছর ধরে পিছিয়ে ছিলো বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় (সদর গালর্স)। এবার সেই সদর গালর্স স্কুলই বরিশাল শিক্ষা বোর্ডে সেরাদের সেরা হয়েছে।

অপরদিকে এতদিনের সাফল্যের ধারাবাহীকতায় ছন্দপদন ঘটিয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। পর পর তিনবার সেরাদের শীর্ষে ছিল কলেজটি। এবার তাদের টপকে সদর গালর্স স্কুল নজরকাড়া এ ফলাফল করেছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানায়, বরিশাল সরকারি বিদ্যালয় থেকে ২৮৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। তাদের মধ্যে নিয়ে ২৮৩জন শিক্ষার্থী পাশ করেছে। উত্তীর্ণ হতে পারেনি একজন শিক্ষার্থী।

জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন বোর্ড নির্ধারিত পাঁচটি মানদন্ডে সদর গালর্স ৯১ দশমিক ৯৪৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়া গত বছরের ফলাফলে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান, ২০১১ সালে তৃতীয় স্থান অধিকার করেছিলো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এই ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি মডেল পরীক্ষা ও বিশেষ কোচিং করানো হয়েছে।

তিনি আরো বলেন, মডেল টেস্টে কোন শিক্ষার্থী ফলাফল তুলানামুলক খারাপ করলে, ওই শিক্ষার্থীর অভিভাবাকদের সতর্ক করে দেওয়া হয়। আর এতেই নজরকাড়া এ ফলাফল করেছে সদর গার্লস স্কুল।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সড়কে দেশের প্রথম থ্রি-ডি জেব্রা ক্রসিং
বেলজিয়ামের সংসদ নির্বাচনে ঝালকাঠির শায়লা, ভোট কাল
হিজলায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, অল্পে রক্ষা ৩ শতাধিক যাত্রী
উপকূলে ঝড়ের শংকায় পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
পিরোজপুরে বজ্রপাতে যুবলীগ নেতা নিহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০১৪

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: [email protected]