Home » দৌলতখান » ভোলা » ঘটনার সময় এলাকায় না থেকেও শ্লীলতাহানি মামলার আসামী কলেজছাত্র
২৮ September ২০২৪ Saturday ৭:৩৫:৩২ PM
ঘটনার সময় এলাকায় না থেকেও শ্লীলতাহানি মামলার আসামী কলেজছাত্র
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জেরে লিমন (২৭) নামে এক কলেজ পড়–য়া ছাত্রকে শ্লীলতাহানি মামলার আসামী করায় অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মামলা বাদীর কাজই হচ্ছে মানুষকে হয়রানি করা। এধরণের মিথ্যা মামলা দেওয়া বাদীর নিত্যদিনের সঙ্গী।
এমন চাঞ্চর্যকর ঘটনা ঘটেছে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফরায়াদী বাড়িতে। ঘটনার সম্পর্কে লিমন সাংবাদিকদের জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিউট এ বর্তমানে তিনি লেখা পড়া করে আসছেন।
লেখাপড়া সুবাদে বেশিরভাগ সময় তাকে ঢাকায় বসবাস করতে হয়। ঘটনার সময় গত ১৬ আগস্ট শুক্রবার সে ঢাকা ছিলেন। ঢাকা থেকে গত ২২ সেপ্টেম্বর বাড়িতে আসে সে।
পরে গত বৃহস্পতিবার লিমন জানতে পাড়ে তার আপন চাচাতো বোনকে শ্লীলতাহানির মামলা তার বিরুদ্ধে হয়েছে। লিমনের অভিযোগ, লিমনের আরেক চাচাতো বোন কলেজ পড়ুয়া শিক্ষার্থী লিয়া লিমনের ঘরে যাওয়ার পথে মামলার বাদী গংরা তাকে মারধর করেন। মারধরের ঘটনাটি ভিডিও ধারণ করেন লিমনের স্ত্রী নাজমুন নাহার ইবা।
এতে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে তার নামে মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়া বাদীর সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তবে ঘটনার সর্ম্পকে ভিকটিমের মা জানান, ঘটনার সময় তার মেয়েকে ঘরে রেখে তিনি বাচ্চার খাবার আনতে দোকানে যান।
এসময় ঘরে ঢুকে লিমন সহ কয়েকজন ঘরের আলমারি খোলে। পরে তার মেয়ে চিৎকার দিলে তারা মুখ চেপে খাটের ওপর তোলে। তবে লিমন গংদের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ কথা স্বীকার করেন তিনি।
স্থানীয়রা জানান, ঘটনাটি মিথ্যা ও পরিকল্পিত । ঘটনার দিন বাদী এলাকায় ছিলেন না। বাদীর কাজই হচ্ছে মানুষকে মামলা দিয়ে হয়রানি করা। এধরণের মিথ্যা মামলা দেওয়া বাদীর নিত্যদিনের সঙ্গী।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) রাজিব বলেন, কোর্ট পিটিশন মামলাটি থানায় রুজু করা হয়। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
২৪ ঘণ্টায় বরিশালে ১০১ ডেঙ্গুরোগী ভর্তি, তরুণের মৃত্যু