Current Bangladesh Time
Tuesday December ১০, ২০২৪ ৭:৪৮ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » দলগুলোর সঙ্গে সংলাপের ‘দরকার’ মনে করছে না নির্বাচন সংস্কার কমিশন
৩১ October ২০২৪ Thursday ৫:২৬:৪০ PM
Print this E-mail this

দলগুলোর সঙ্গে সংলাপের ‘দরকার’ মনে করছে না নির্বাচন সংস্কার কমিশন


আমাদের বরিশাল ডেস্ক:

নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কারের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। এক্ষেত্রে অংশীজনের সুস্পষ্ট মতামত নিলেও কোনো সংলাপের বসার ‘দরকার’ নেই। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে কমিশনের ১২তম বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে দলগুলোর সঙ্গে বসবেন (সংলাপে) কি না প্রশ্ন করা হলে বলেন, আমাদের কাজটা হলো কারিগরি। সম্পূর্ণ টেকনিক্যাল। তাদের সঙ্গে কোনো মত বিনিময়ের কিছু নাই বস্তুত। কারণ আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই।  

তিনি বলেন, সরাসরি আলোচনা না হলেও নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মতামত, প্রস্তাব ও সুপারিশগুলো আমরা নেব। 

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করবো। 

নির্বাচন কমিশন নিয়োগের জন্য সার্চ কমিটির প্রজ্ঞাপন হয়েছে কিন্তু আপনারা সার্চ কমিটির সংস্কারের প্রস্তাব দিতে চেয়েছিলেন, এই বিষয়ে জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজন। আর নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতেই পারে। সার্চ কমিটি তার নিজস্ব গতিতে কাজ করবে এবং আমরা আমাদের মতো কাজ করবো।  

তিনি বলেন, আমরা এ পর্যন্ত ১২ টি সভা করেছি। এগুলো ফরমাল, ইনফরমালি আরও আলাপ আলোচনা করেছি। আমরা যে ইস্যুগুলো চিহ্নিত করবো, তার ভিত্তিতে বিভিন্ন অংশীজনের মতামত নেব। মতামত নেওয়ার পর আমরা সরকারের সুপারিশ দেওয়ার জন্য প্রস্তুত হবো।  

প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারেন সেই বিষয়েও আলোচনা করেছেন বলেও জানান তিনি।  

এর আগে ১১টি বৈঠক হলেও সাত সদস্যের সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি যোগ হলো বৃহস্পতিবার৷ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান সদস্য হওয়ায় তাকে ধন্যবাদ দেন বদিউল আলম মজুমদার। 

বৈঠকে অন্যদের মধ্যে সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস, ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এবং উপসচিব মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
বাজারে সয়াবিন তেলের ‘সংকট’, বিক্রি হচ্ছে বাড়তি দামে
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com