Home » পটুয়াখালী » বাউফল » পুকুর ঘাটে বসিয়ে রেখে ফিরে এসে দেখেন সন্তান দুটি নেই!
৭ November ২০২৪ Thursday ৫:৫৩:৪৬ PM
পুকুর ঘাটে বসিয়ে রেখে ফিরে এসে দেখেন সন্তান দুটি নেই!
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাবা কবির হোসেন নিজ সন্তান দুটি পুকুর ঘাটে রেখে এসে ঘরে আসলে ফিরে গিয়ে দেখেন সন্তান দুটি নেই। এরপড় দেখতে পায় একজন পানিতে ভাসছে অপরজন নিখোঁজ। এক পর্যায়ে জাল টেনে অপর বাচ্চাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এমনই হ্দয় বিদারক ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামে। মৃত শিশু দুটির নাম মো. ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪) ইমাম হোসেন রায়-তাঁতেরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবুবকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকর ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকরকে একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করেন। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষনা করেন। মৃত দুই ভাইয়ের মধ্যে ধারণা করা হচ্ছে, একই ভাই পানিকে পরে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে পরে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান