Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!
১৩ November ২০২৪ Wednesday ১২:৩২:০২ PM
ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের নব্য পীর হাফেজ মোঃ নুরুল আমিনের কেরামতে প্রতিদিন হাজারো রোগী ও তার স্বজনরা চিকিৎসা নিতে হুজুরের বাড়ী ভিড় করছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে ওই পীরের কাছে ঝাড় ফুঁক নিতে এসে একজন বৃদ্ধ মারা যায়। উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা দরবার শরীফ নামক স্থানে এ ঘটনা ঘটে। ধাওয়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোঃ জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানো সময় অসুস্থ হয়ে পড়ে।
কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্বজন মোঃ আসাদুল ইসলাম জানান, তার ফুফা বাড়ি থেকে ফজরের পরেই হুজুরের কাছে ঝাড় ফুক নিতে আসেন। তিনি হার্টের রোগী ছিলেন।
স্থানীয়রা জানান, ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব ঝাড়ফুঁক ও রুহানীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। ফলে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোকের ভিড় হচ্ছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হাচ্ছে লোকটি স্টোক করে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান