Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে গ্রামবাসীর হাতে আটক শজারু বনে অবমুক্ত
৩ December ২০২৪ Tuesday ৭:২৪:৩০ PM
উজিরপুরে গ্রামবাসীর হাতে আটক শজারু বনে অবমুক্ত
উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে গ্রামবাসীদের হাতে আটক বিলুপ্ত শজারু সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলে সদর বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানিয়েছেন।
উজিরপুর উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, রোববার (১ ডিসেম্বর) রাতে মুন্সীর তালুক গ্রামের বাসিন্দারা শজারুকে আটক করে। খবর পেয়ে রাতে ওই গ্রামে গিয়ে শজারুটিকে উদ্ধার করা হয়। পরে বরিশাল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল সদর বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বনবিভাগের একটি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। সেখানে শজারুটিকে অবমুক্ত করা হয়েছে। শরীরজুড়ে কাঁটাযুক্ত রোডেন্সিয়া বর্গের স্তন্যপায়ী প্রাণী হলো শজারু। বর্তমানে এটি বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে বিবেচিত। শজারু একটি তৃণভোজী প্রাণী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)