বরিশাল নগরের গোড়াচাঁদ দাস সড়কে সিটি করপোরেশনের (বিসিসি) একটি স্থাপনা দখলমুক্ত করতে গিয়ে বিএনপির কর্মীদের তোপের মুখে পড়েন বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। তিনি প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
আজ শনিবার বিকেলে এ ঘটনার পর ইফতারের আগে অতিরিক্ত পুলিশ এসে বিভাগীয় কমিশনারকে নিরাপদে নিয়ে যায়।
জানা গেছে, গোড়াচাঁদ দাস রোডে এবং ঈশ্বর বসু সড়কের সংযোগ মুখে আওয়ামী লীগ আমলে সিটি করপোরেশন একটি আধা পাকা কক্ষের ভবন নির্মাণ করে। তখন সেটি ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। আওয়ামী লীগের পতনের পর সেটি ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা ব্যবহার করছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিসিসির সভায় প্রতিটি ওয়ার্ডে একটি স্থায়ী কাউন্সিলর কার্যালয় করার সিদ্ধান্ত হয়েছে। বিসিসির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনার আজ শনিবার বিকেলে ১৬ নম্বর ওয়ার্ডের কক্ষটি পরিদর্শনে যান।
এ সময় সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। বিভাগীয় কমিশনারের সঙ্গে বিএনপির কর্মীদের তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে ঘিরে রাখেন বিএনপির কর্মীরা।
ঘটনার সময়ে সেখানে উপস্থিত থাকা বিএনপির কর্মী মুরাদুল ইসলাম হিমেল জানান, স্থাপনাসংলগ্ন একটি জমি একজন চিকিৎসক কিনেছেন ক্লিনিক করার জন্য। সেটির সৌন্দর্যবৃদ্ধির জন্য কার্যালয় স্থাপনার জমি লিজ নেওয়ার পাঁয়তারা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। এলাকাবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বিভাগীয় কমিশনারের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, তিনি ঢাকায় আছেন। এ বিষয়ে কিছু জানেন না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড