Current Bangladesh Time
Wednesday October ৮, ২০২৫ ১১:৩৯ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় চু*রির অপবাদে বৃদ্ধকে মা*রধ*রের ভিডিও ভাইরাল
১৯ March ২০২৫ Wednesday ৬:২০:৪৬ PM
Print this E-mail this

বরগুনায় চু*রির অপবাদে বৃদ্ধকে মা*রধ*রের ভিডিও ভাইরাল


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় চুরির অপবাদে এক বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের শনাক্ত করতে শুরু করেছে পুলিশ। তবে মারধরের শিকার বৃদ্ধের পরিচয় এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে ২ মিনিট ১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়ানো শুরু হয়। এ ঘটনায় ভিডিও দেখে ৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, ডালিম মাতবর, মঈন ও আবুল বাসার।

ভিডিওতে দেখা যায়, বরগুনা পৌর শহরের সদর রোড এলাকায় একটি কম্পিউটারের দোকানের সামনে এক ব্যক্তি লাঠি দিয়ে এক বৃদ্ধকে মারধর করছেন। পরে আরও কয়েকজন মিলে বৃদ্ধের ঘাড় ও মাথা চেপে ধরে রাস্তায় বসানোর চেষ্টা করেন। এসময় মারধরের শিকার বৃদ্ধকে বলতে শোনা যায় ‘পইড়া পাইছি’। এরপর আবারও প্রথম ব্যক্তির সঙ্গে আরও দুজন মিলে লাঠি দিয়ে মারতে শুরু করেন। একপর্যায়ে তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে যান ওই বৃদ্ধ।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট লুৎফুর রহমান ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘বরগুনা শহরে গতকাল প্রকাশ্য দিবালোকে একজন বয়স্ক লোককে কতিপয় লোক হোটেল তাজের মোড়ে ব্যাপক মারধর করেছে, দফায় দফায় লাঠিপেটা করেছে। দৃশ্যটি হৃদয়বিদারক। এ ব্যাপারে দোষীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ, দোষীদের গ্রেফতার এবং সঠিক তদন্তের জন্য বরগুনা জেলার পুলিশ সুপার এবং বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি আহ্বান জানাচ্ছি। বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে অতি দ্রুত বিস্তারিত খবরাখবর জেনে শুনে বুঝে সংবাদ প্রচার করার জন্য অনুরোধ করছি। আমাদের মনে রাখা উচিত, আইন নিজ হাতে তুলে নিয়ে অপরাধীকে রাস্তায় বিচার করার এখতিয়ার কারো নেই। অপরাধী হলে বা সন্দেহভাজন কেউ হলে তাকে আইনে সোপর্দ করতে হবে।’

জড়িতদের শনাক্তের বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ভিডিওটি দেখে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। যিনি মারধরের শিকার হয়েছেন তার বাড়ি বেতাগী উপজেলায়, তবে এখন পর্যন্ত তাকে আমরা পাইনি। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com