Current Bangladesh Time
Sunday December ৭, ২০২৫ ২:৪৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই : সরোয়ার
৪ April ২০২৫ Friday ১:২৯:০৮ AM
Print this E-mail this

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই : সরোয়ার


নগর প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, “একাত্তর এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে যারা মন্তব্য করবেন, তাদের কোনো সহনশীলতা প্রদর্শন করা হবে না। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। ২৪শে ফেব্রুয়ারিতে বিপ্লব হয়নি, এটা ছিল শুধুমাত্র একটি গণঅভ্যুত্থান।”

তিনি আরও বলেন, “একাত্তরকে সঠিকভাবে মনে রেখে প্রয়োজনীয় সংস্কার করে অন্তবর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।”

৩ এপ্রিল রাতে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সরোয়ার বলেন, “বিএনপির আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা গত ১৬ বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছি। এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন জরুরি। নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে।”

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সরোয়ার আরও বলেন, “শেখ মুজিবুর রহমান ছিলেন একটি বিশাল নেতা, এবং তার অবদান আমরা অস্বীকার করতে পারি না। তবে তিনি সরাসরি স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র অংশগ্রহণ করেননি। এটি ছিল একটি সশস্ত্র সংগ্রাম, যার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান অংশগ্রহণ করেছিলেন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি বড় দল, তবে তাদের অহংকার অনেক বেশি। শেখ মুজিব একজন বড় নেতা ছিলেন, তবে তিনি প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারতেন না। শেখ হাসিনাও একই পথে চলছেন, আর এজন্য আওয়ামী লীগের আজকের পরিণতি এমন হয়েছে।”

এ সময় বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র ব্যটবল, নুরুল আলম ফরিদ, সাংবাদিক নাছিমুল আলম ও হুমায়ুন কবীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস
মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
নাব্যতা হারাচ্ছে দক্ষিণাঞ্চলের নদনদী, বিড়ম্বনার শেষ হবে কবে?
বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স: কাতার দূতাবাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com