Current Bangladesh Time
Friday October ৩১, ২০২৫ ২:৪৬ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ড ও আওয়ামী দোসরদের যোগসাজশে ভারাণী খাল দখল
১৭ April ২০২৫ Thursday ৫:১৮:১০ PM
Print this E-mail this

পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ড ও আওয়ামী দোসরদের যোগসাজশে ভারাণী খাল দখল


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর বিষখালী নদীর ভারাণী খাল অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনাসহ বিভিন্ন রকমের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

পাথরঘাটা কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি টাকার খাল ব্রিজের দুই পাশে এবং কাঠালতলী ইউনিয়নের পাথরঘাটা বিশখালী নদী ও বলেশ্বর নদীর ভারাণী খালের দুই তীরের কোটি কোটি টাকার সম্পত্তিতে অবৈধ স্থাপনার গড়ে উঠেছে।

স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট প্রভাবশালী মহল ও পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ভারাণী খাল দখল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা জানান, পানি উন্নয়ন বোর্ড পাথরঘাটা অফিসকে বারবার জানানো হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজনকে টাকা দিয়েই প্রভাবশালীরা ঘর তুলছেন এবং এ জমিতে প্রতিটি ঘরের জন্য তিন থেকে সাত দশ লক্ষ টাকা পর্যন্ত স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তুলে পাথরঘাটা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কে ম্যানেজ করে রাতের আঁধারে অসাধু ব্যবসায়ীরা জমি দখলে লিপ্ত থাকে। পানি উন্নয়ন বোর্ড পাথরঘাটা অফিসের কার্য সহকারী মামুন মিয়া দাড়িয়ে থেকে দখল করে দেন বলেও জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে- এ খালেরর মধ্য দিয়ে পাথরঘাটা টু খুলনা পাইকারি বাজারের মালামাল বহনকারী জাহাজ চলাফেরা করে। খালের দুই পাড়ে অবৈধভাবে দখল হওয়ায় দিন দিন খালের নব্যতা হারাচ্ছে। এর দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোটি কোটি টাকা সম্পত্তিতে একাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এরমধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। চরদুয়ানি বাজার ও কাঁঠালতলী মধ্যে খালের দুই পাশে জমি দখলের বিষয়ে একটি মামলা হয়। মামলার শেষ পর্যায়ে উচ্ছেদ আদেশ হয়। ওই উচ্ছেদকে বিলম্ব করতে অসাদু ব্যবসায়ীরা মহামান্য হাইকোর্টের মাধ্যমে তিন মাস করে দুই বার স্থগিতাদেশের রায় আনেন। কিন্তু এই রায়ের এক বছর পার হয়ে গেল প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। এদিকে ধীরে ধীরে বাড়ানি খালের নব্যতা হারাচ্ছে।

সরেজমিন থেকে আরো জানা যায়, এখানে যারা অবৈধভাবে জমি দখল করে আছেন এদের কারোই দালিলিক কোনো কাগজপত্র না থাকলেও তাদের দাপট রয়েছে।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া জানান- অবৈধ স্থাপনা নির্মাণে পানি উন্নয়ন বোর্ড পাথরঘাটা অফিসের কর্মকর্তাগন জড়িত। আমরা যারা সাধারন বাসিন্দারা তাদের কাছে বারবার গেলেও তাদের খুঁজে পাওয়া যায় না।

স্থানীয় বাসিন্দা জাহিদুর রহমান জানান, গত আওয়ামী সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিরা জমি দখল করে এক একটি ভিটা তিন লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান শহিদুর রহমানের নেতৃত্বে সবচেয়ে বেশি অবৈধভাবে জমি দখল করে দোকান নির্মাণ করা হয়। তিনি মোটা অংকের টাকা নেওয়ার পরও তাকে ব্যক্তিগতভাবে একটি স্টল দেওয়া হয়। সেই স্টলটি ৭ লক্ষ টাকা বিক্রি করে দেন। আদালত থেকে উচ্ছেদের রায় আসার পরে কিছুদিন ঘর নির্মাণ বন্ধ ছিল। মহামান্য হাইকোর্ট থেকে স্থগিতাদেশ রায় হওয়ার পর আবার সক্রিয় হয় অসাধু ব্যবসায়ীরা। মোটা অংকের টাকা লেনদেনের কারণে মাঝপথেই ঘর নির্মাণ করছেন।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে ফাউন্ডেশন করে ছাদ দিয়ে ভবন ও দোকানপাট গড়ে তুলছেন।

স্থানীয় বাসিন্দা এমাদুল হোসেন জানান, এভাবে দখল করলে একপর্যায়ে সরকারের সব সম্পত্তি ভোগ দখলে চলে যাবে অসাধু ব্যক্তিদের হাতে।

অবৈধ ঘর নির্মাণকারী মোঃ শাজাহান সাংবাদিকদের জানান, আপনারা যদি রিপোর্ট করেন তাহলে আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে, আমরা যে টাকা পয়সা দিয়ে জমি দখল করেছি এই অর্থ সম্পূর্ণভাবে গচ্ছা যাবে। পানি উন্নয়ন বোর্ডকে যে টাকা আমরা দিয়েছি তা আদায় করতে পারবো না।

এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাথরঘাটা) অফিস সহকারী মামুনের সাথে বারবার যোগাযোগ করা হলো তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়।

এদিকে জমি দখল করে ঘর নির্মাণকারী কাঠালতলীর ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন- এখানে নিজেরও একখানা ঘর রয়েছে। সবার যা হবে আমারও তা হবে।

অভিযোগ প্রসঙ্গে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পাথরঘাটা কার্যালয়ের কার্য সহকারী মো. মামুন মিয়া বলেন, ঘুষ নেয়ার বিষয়টি সঠিক নয়। ওই বাজারের দুইটি পক্ষ থাকায় একটি পক্ষ আমার বিরুদ্ধে অভিযোগ করছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শওকত হোসেন মেহেরাজ বলেন, আমাদের জনবল না থাকায় ওইভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। চরদুয়ানি ভারাণী খালের হাইকোর্টের রায়ের কারণে উচ্ছেদ অভিযান আটকে আছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলের বিষয়টিতে আমরা ব্যবস্থা নেব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নারী ভোটারদের টানতে জামায়াতের বিশেষ কৌশল
বরিশালে অপসো স্যালাইন (ওএসএল) ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, বিক্ষোভ
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
কুয়াকাটায় রিসোর্ট প্রকল্প: বিসিসির বিলাসী প্রকল্প নিয়ে ক্ষোভ নগরবাসীর
দুই দশকেও হয়নি বরিশাল সিটি করপোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com