কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে বিশ্ব খাদ্য কর্মসূচী’র অর্থায়ন ও সুশীলন এর বাস্তবায়নে ৩নং কাউখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচী ও সামাজিক সুরক্ষা কর্মসূচীকে দুর্যোগ প্রতিক্রয়াশীল করণ কর্মসূচী’র মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬মে) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে মহড়ায় ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” নাটিকা প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করা হয়। নাটিকাটি উপস্থাপন করেন অদিতি খুলনা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সুদিপ্ত দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ.এম.দ্বীন মোহাম্মদ, কাউখালী ইউনিয়ন পষিদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস জিয়াদ,উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, ইউপি সদস্য আজম খান.মো.সাইদ.সুশীলনের মনিটরিং কো-অর্ডিনেটর খালিদ মাহামুদ. উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান প্রমূখ।
আয়োজকরা জানান, সর্বস্তরের মানুষকে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এই মহড়া স্থানীয়দের দুর্যোগ সম্পর্কে সচেতন করবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড