Current Bangladesh Time
Thursday June ১৯, ২০২৫ ২:৫৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় তিলখেতে মধু চাষ, প্রথমবারেই সাফল্য
১০ May ২০২৫ Saturday ৬:৩৫:৪৭ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় তিলখেতে মধু চাষ, প্রথমবারেই সাফল্য


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

সবুজ গালিচার মতো বিস্তৃত মাঠ, তার মাঝে তিল গাছে ঝলমল করছে সারি সারি সাদা ফুল। ক্ষেতের চারদিকে মৌমাছির গুঞ্জন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ঘোষের হাওলা গ্রামে দেখা যায় এমন দৃশ্য।

যেখানে প্রথমবারের মতো বড় পরিসরে তিল ও মধু চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। তিল গাছে ফুল আসতেই মৌমাছির আনাগোনা দেখে সুযোগটি কাজে লাগাতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বসানো হয়েছে মৌচাক। এতে মৌমাছি পরাগায়নের কাজ যেমন করছে, তেমনি সংগ্রহ করছে মধু। ফলে এক জমিতে এখন মিলছে দ্বিগুণ ফসল।

‎সরেজমিনে দেখা যায়, এ গ্রামের একটি মাঠে প্রায় ১০০ একর জমিতে তিল চাষ করা হয়েছে, আর সেই খেতেই কৃত্রিম উপায়ে মৌচাষের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিশুদ্ধ প্রাকৃতিক মধু। কৃষকদের এই যৌথ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। উৎপাদিত মধুকে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য বরগুনা থেকে আনা হয়েছে পেশাদার মৌচাষি।

সুইডেন প্রবাসী আরিফুল ইসলামের বাড়ির পাশের বাগানে বসানো হয়েছে ১৩০টি মৌচাক। ‎স্থানীয় কৃষক মো. আবুল হাওলাদার বলেন, আমরা ৫০ থেকে ৬০ জন মিলে বারি-৪ জাতের তিল চাষ করছি। খরচও তুলনামূলক কম, প্রতি বিঘায় মাত্র ২৩০০ থেকে ২৪০০ টাকা। সঠিকভাবে যত্ন নিতে পারলে প্রতি বিঘায় লাভ হতে পারে ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে মধু চাষ করেও সফলতা এসেছে। মৌমাছি তিল ফুলে পরাগায়নে সাহায্য করছে।

আরেক কৃষক মো. শাহজাহান বলেন, মৌ চাষের কারণে আমাদের ফলন দ্বিগুণ হওয়ার আশা করছি, কেননা মৌমাছির কারণে পরাগায়ন ভালোভাবে হচ্ছ। প্রতিটি গাছেই ফলন বৃদ্ধি পেয়েছে। মৌচাষি শহিদুল ইসলাম রানা বলেন, এখান ১০০ একর জমিতে তিল চাষ করা হয়েছে।

সেখানে আমি ১৩০টি মৌ বক্স স্থাপন করে একবার মধু সংগ্রহ করতে পেরেছি। হঠাৎ বৃষ্টি হওয়ায় দ্বিতীয়বার আর সংগ্রহ করতে না পারলেও প্রথমবারেই ৮ মন মধু সংগ্রহ করতে পেরেছি। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ৩০ হাজার টাকা খরচ বাদ দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকাই লাভ রয়েছে।

‎উপসহকারী কৃষি কর্মকর্তা ইখতেখারুল আলম বলেন, দফায় দফায় মিটিং করে ১০০ একর জমিতে বারি-৪ জাতের তিল চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করেছি। তিল লাভজনক ফসল। তিল চাষকে কেন্দ্র করে মধু চাষ করা হয়েছে। সেখানে ইতোমধ্যে চাষি সফল হয়েছেন।

‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, একইসঙ্গে ১০০ একর জমিতে তিল চাষ ও ১৩০টি মৌ বক্স স্থাপন করা হয়েছে। বিষয়টি কৃষকদের মাঝে বেশ সারা ফেলেছে। মধু চাষে কৃষকরা ১ থেকে দেড় লাখ টাকা লাভবান হবেন। পাশাপাশি আশা করছি, তিল চাষে এই মাঠ থেকে কৃষকরা ৪ লাখ টাকা লাভবান হবেন। আমরা কৃষি বিভাগ সবসময় তাদের পাশে রয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সদরের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম গ্রেপ্তার 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল
বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ধূপ থেরাপি: স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগ
বরিশালে এ বছর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত
নারী কর্মীকে কুপ্রস্তাব এনসিপি নেতার, অডিও ফাঁস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com