Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটি উপজেলা পিআইও কার্যালয়ে জনবল সংকটে ভোগান্তি
২ June ২০২৫ Monday ৪:২৭:৪১ PM
নলছিটি উপজেলা পিআইও কার্যালয়ে জনবল সংকটে ভোগান্তি
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
লোকবল সংকটে ভুগছে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়। ওই দপ্তরে বর্তমানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন ছাড়া কোনো কর্মচারী নেই। দীর্ঘ দিন ধরে এ কার্যালয়ে লোকবল সংকটের কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পিআইও ছাড়াও উপসহকারী প্রকৌশলী,অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, কার্য-সহকারী ও অফিস সহায়ক পদ রয়েছে। কিন্তু এ কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ছাড়া সব পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর-কাবিখা প্রকল্পের আওতায় ব্যাপকসংখ্যক প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।
তবে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প তদারকি কাজে মাঠে থাকার সময় কার্যালয়টি প্রায়ই তালাবদ্ধ থাকে।
এদিকে লোকবল না থাকায় সব দায়িত্ব পালন করছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন। তিনি বলেন, শূন্যপদগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল জানান, জনবল সংকটের বিষয়ে শূন্যপদ পূরণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট