বরগুনায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় বাদীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এই আদেশ দেন।
আদালতের পেশকার মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা সাহিদা বেগম তালতলী উপজেলার হুলাটানা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, সাহিদা তাঁর পুত্রবধূ খাদিজা বেগমকে হলফনামার মাধ্যমে কিছু জমি লিখে দেন। পরে সাহিদা ওই হলফনামা জাল বলে ৩ ডিসেম্বর আদালতে পুত্রবধূ খাদিজাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
এদিকে বাদী সাহিদা মামলা তুলে নিতে সোমবার আদালতে হাজির হয়ে আবেদন করেন। এ সময় আদালতকে জানানো হয়, মামলার বাদী সত্য হলফনামাকে মিথ্যা বলে মামলা করেছেন। পরে বিচারক বাদীর জবানবন্দি শুনে তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই দিন কারাদণ্ডের আদেশ দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস