বরিশালে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ। পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নগরীর জিলা স্কুল মোড়ে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত মারজুক আবদুল্লাহ পটুয়াখালীতে ডাকাতিসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কদিন আগেই সেই মামলায় জামিনে বের হয়ে বরিশালে আসেন তিনি। এরপরই বরিশালে ঘটে তার ওপর হামলার ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার নগরীর জিলাস্কুল মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হন মারজুক আবদুল্লাহ। এসময় জিলা স্কুল গেটের সামনে অপেক্ষমাণ ২০-২৫ জন লোক তার ওপর অতর্কিত হামলা করে। তারা মারজুককে বেদম মারধর করে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে তাকে উদ্ধারে বাধা দেয় বিক্ষুব্ধরা। অবশ্য পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
মারজুকের ওপর হামলাকারীদের অভিযোগ, চাঁদাবাজির অভিনব কৌশল হিসেবে মারজুক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার হয়েছে বলে থানায় মামলা করে। সেই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ কৃষক, দিনমজুর এবং বিএনপি নেতাকর্মীদের আসামি করে। ওই ঘটনায় সমন্বয়কের পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। এদিকে মামলার ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরাই মারজুকের ওপর হামলা করেছে বলে দাবি তাদের।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের শিকার মারজুক আবদুল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার বাদী। হামলার ঘটনায় তিনি লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট