চাকরি পুনর্বহালের করার দাবিতে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করছে অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে।
শ্রমিকরা জানায়, মালিকপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে।
এদিকে, অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার (২৮ অক্টোবর) প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)