সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকাল ৩টায় আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ। তিনি বলেন, “সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। স্থানীয়দের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। যে কোনো অনিয়ম, অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে প্রশাসনকে) অবহিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক,লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লী সুলতান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হাওলাদার।বিশেষ অতিথিরা বলেন, আলীপুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য-বন্দর এলাকা।
এখানে জেলেসহ হাজারো শ্রমজীবী মানুষের চলাফেরা, মাছ আহরণ ও বেচাকেনা কেন্দ্র করে প্রতিদিন ব্যস্ততা থাকে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এলাকার সামাজিক স্থিতি বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সবার সচেতনতা ও সমন্বয় প্রয়োজন।সভায় সভাপতিত্ব করেন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফ।
তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজারের স্থিতিশীল পরিবেশ ও রাতের টহল ব্যবস্থা জোরদারের দাবি জানান।সভায় বক্তারা ব্যবসায়ী, জেলে ও স্থানীয়দের মতামত শোনেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
উপদেষ্টা আসিফ এবং মাহফুজ পদত্যাগ করেছেন
আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বাবুগঞ্জে ঝাড়ু মিছিল
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার মূল আসামী নলছিটি থেকে গ্রেফতার
বরিশালে ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব