Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল: ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১১ December ২০২৫ Thursday ১১:২৯:৩৭ PM
কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল: ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সৈয়দ রাসেল, কলাপাড়া.নির্বাচনী তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্য সাতটায় পৌর শহরের নতুন বাজার এলাকার উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। নির্বাচন কে ঘিরে এখন গোটা উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বক্তারা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)