বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানাযায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক টিম বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক সাগরকে নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি কলোনীথেকে আটক করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় একই অভিযানিক টিম শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদকে বিসিসি নগর ভবনের সামনে থেকে গ্রেপ্তার করেন।
কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারের পর দু’জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)