Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর গ্রেফতার
১৮ December ২০২৫ Thursday ২:৩৬:০৫ PM
কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর গ্রেফতার
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আলমগীর মাতুব্বর এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন শাহিদের ওপর রাত আনুমানিক ১০টার দিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় হুমায়ুন শাহিদ কাজিরহাট থানায় রহিম শরীফসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে এরই মধ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ‘ডেভিড হান্ট’ পেজ–২ অভিযানের অংশ হিসেবে কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা দীপঙ্করসহ এসআই হৃদয় চাকলাদার ও অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন এবং অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে আলমগীর মাতুব্বরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলমগীর মাতুব্বরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নুরকে মন্ত্রিত্বসহ ৪ ইস্যুতে বিএনপি-গণ অধিকার পরিষদের সমঝোতা
কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম
বরিশালের ৬টি আসন: বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ