সাগরে ৩ ট্রলারে ডাকাতি, ৪ জেলে গুলিবিদ্ধ
আহত গুলিবিদ্ধ ট্রলার মালিক কাইয়ুম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
পাথরঘাটা, ৫ জানুয়ারী (আমিন সোহেল/আমাদের বরিশাল ডটকম): বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় ৪ জানুয়ারী বুধবার রাত ১০ টার দিকে জলদস্যূদের হামলায় চার জেলে গুলিবিদ্ধ হয়েছেন। জলদস্যূরা ওই এলাকায় এফবি ইলাহী ভরসা, এফবি ফারজানা ও এফবি মায়ের দোয়া নামের তিনটি ট্রলারের মাছ, জাল, রসদ ও নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় জেলেরা বাঁধা দেয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে প্রতাক্ষ্যদর্শী এফবি ফারজানা ট্রলারের জেলে ইয়াছিন আলী এ খবর নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ জেলেরা হলেন- নাসির উদ্দিন (২২), কাইউম মাঝি(৩২), এমাদুল(৩৫), শাহ জাহান(৩৪)। গুরুত্বর আহত তিন জনকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ গুরুত্বর আহত জেলেদের বাড়ি পাথরঘাটার মঠের খাল ও তাফালবাড়িয়ায়।
সাগরের জেলেদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে আমাদের বরিশাল ডটকমকে বলেন, ঘটনা শোনার সাথে সাথে গুলিবিদ্ধ জেলেদের ও তাদের পরিবারের সাথে কথা বলে আমরা খোঁজ খবর নিচ্ছি।
প্রতাক্ষ্যদর্শী এফবি ফারজানা ট্রলারের জেলে ইয়াছিন আলী এ প্রতিবেদককে জানান, বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় ৪ জানুয়ারী বুধবার রাত ১০টার দিকে পাথরঘাটার রফিকুল ইসলামের মালিকানাধীন এফবি ইলাহী ভরসা ট্রলারকে জলদস্যূরা ধাওয়া করে। এ সময় এফবি ফারজানা ট্রলারের কাইউম মাঝি ট্রলার নিয়ে তাদের বাচাঁতে ওই ট্রলারের পিছু নেয়। জলদস্যূদের কাছাকাছি আসতেই ২০ থেকে ২৫ জনের ওই জলদস্যূ দল থেকে এফবি ফারজানা ট্রলারের কাইউম মাঝিসহ জেলেদের লক্ষ্য করে জলদস্যূরা গুলি ছোড়ে। এতে কাইউম মাঝিসহ ওই চার জেলের মূখ মন্ডল ও বুকসহ শরীরের বিভিন্ন অংশে তারা গুলিবিদ্ধ হয়। একই সময় সাগরের ওই এলাকায় পাথরঘাটার হাবিবুর রহমানের এফবি মায়ের দোয়া ট্রলারেও ডাকাতির ঘটনা ঘটে। জলদস্যূরা এসময় এফবি ইলাহী ভরসা, এফবি ফারজানা ও এফবি মায়ের দোয়া নামের ওই তিনটি ট্রলারের হামলা চালিয়ে মাছ, জাল, রসদ ও নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লেঃ হারুন অর রশিদ আমাদের বরিশাল ডটকমকে বলেন, গুলিবিদ্ধ জেলেরা কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটিতে এসেছিলেন। তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। নতুন এ জলদস্যূ বাহিনীকে ধরতে কোস্টগার্ড ৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে চর মানিক, হাতিয়া ও রামগতি এলাকায় বিশেষ টহল শুরু করেছে।
–
(আমাদের বরিশাল ডটকম/পাথরঘাটা/আসো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |