ভোলার ম্যানগ্রোভ বনাঞ্চলে হরিণের মড়ক
চরফ্যাশনের কুকরী-পাতিলার মধ্যবর্তী পাতিলার ঢোষে (খাল) ভাটায় আটকে পড়া মৃত হরিণী (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
ভোলা, ৮ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চর কুকড়ি-মুকড়ি ইউনিয়নের ম্যানগ্রোভ বনাঞ্চলে হটাৎ করেই গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। সেখানকার ম্যানগ্রোভ বনাঞ্চলের যত্রতত্র মৃত হরিণ পড়ে থাকতে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। নদী ও খালের জোয়ার ভাটার পানিতেও ভাসছে সেগুলো। অজ্ঞাত রোগ কিংবা পানির বিষক্রিয়ায় এসব হরিণ মারা যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। চর কুকরী-মুকড়ীর বনবিভাগের বিট অফিসার মোঃ ইয়াহিয়া অস্বাভাবিক হারে হরিণের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, কুকরীর বিস্তৃত ম্যানগ্রোভ বনাঞ্চলে ১৯৯৭ সনে ৫ জোড়া (১০টি) হরিণসসহ বিভিন্ন সময়ে বানর, বন মোরগ, মথুরা এবং কোয়েল অবমুক্ত করা হয়েছে। যা থেকে এখন কুকুরী এবং পাতিলা নিয়ে গড়ে উঠা কুকরী রেঞ্জের আওতাধীন ১০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে কয়েক হাজার হরিণসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বিচরণ করছে। মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন এ দ্বীপে দেশী-বিদেশী পর্যটকদের টেনে আনছে বিস্তৃত ম্যানগ্রোভ বাগানের নয়নাভিরাম দৃশ্য, মায়াবী চঞ্চল হরিণের পাল আর রকমারী বন্যপ্রাণীর দল। কিন্তু চোরা শিকারীদের কালো থাবার পাশাপাশি সাম্প্রতিক সময়ে অজ্ঞাত রোগে হরিণের মৃত্যুর ঘটনায় স্থানীয় পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
৮ জানুয়ারী রোববার কুকরী-পাতিলার মধ্যবর্তী পাতিলার ঢোষ নামক এলাকার খালে কয়েকটি মৃত হরিণ ভাসতে দেখা গেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, নানান অপাঘাতে মাঝে মধ্যে হরিণের মৃত্যু স্বাভাবিক ঘটনা। বিশুদ্ধ পানির অভাবে চৈত্র মাসে এমন মৃত্যু এবং চোরা শিকারীর ফাঁদে হরিণ মৃত্যুর ঘটনা বেশী হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে জোয়ার-ভাটায় খালের মধ্যে অস্বাভাবিক হারে হরিণের মৃত দেহ ভাসতে দেখা যায়। ফলে অজ্ঞাত রোগ এমন মৃত্যুর কারণ বলে ধারনা করা হচ্ছে। পাশাপাশি ম্যানগ্রোভ বনাঞ্চলের খালে বিষ ঢেলে মাছ শিকারের ফলে পানির বিষক্রিয়ায়ও এমন মৃত্যুর কারণ হতে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। যদিও বন বিভাগ খালে হরিণের মরদেহ ভেসে যাওয়ার তথ্য অস্বীকার করছেন।
এদিকে ভোলা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকেও উপকুলের জীববৈচিত্র রক্ষার দাবি উঠেছে। কমিটির সদস্য সচিব এস.এম বাহাউদ্দিন জানান, এখানকার প্রাণী সম্পদ রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ না নিলে আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে এ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামবো।
অপরদিকে কি কারনে হরিনের মড়ক দেখা দিয়েছে জানতে চাইলে চরফ্যাশন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হিরন্ময় বিশ্বাস আমাদের বরিশাল ডটকমকে বলেন, এসময় ওই বনের খালগুলোতে বিষ ঢেলে এক শ্রেনীর অসাধু ব্যাক্তি মাছ শিকারে ব্যাস্ত থাকে। হরিনের পাল ওই বিষযুক্ত পানি খেয়েই হয়তো মারা যাচ্ছে। ওই বন হতে আনা মৃত একাধিক হরিণের পোস্টমর্টেম করে পাওয়া ফলাফলে বিষক্রিয়ায় হরিণগুলো মারা যাওয়ার আলামত মিলেছে বলেও জানান তিনি।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |