‘স্বপ্নপূরণ হলে বিয়ের পিঁড়িতে বসব’: নিপুণ বিনোদন ডেস্ক

ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী নিপুণ আক্তারের স্বপ্ন- এবার কেন্দ্রীয় চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে পুরবেন। এর আগে ২০০৬ সালে শাহ আলম কিরণের ‘সাজঘর’ ও ২০০৯ সালে মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’ সিনেমায় পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের জন্য নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। আর কেন্দ্রীয় চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের স্বপ্নপূরণ হলে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন নিপুণ।
নিপুণ বলেন, ‘দুইবার পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এবার টার্গেট, কেন্দ্রীয় চরিত্রে জাতীয় পুরস্কার। আমার নায়িকাজীবনের এই স্বপ্ন পূরণ হলে বিয়ের পিঁড়িতে বসব।’
আট বছরের ক্যারিয়ারে নিপুণ বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন। ধনীর দুলালি, গ্রামের সহজ সরল মেয়ে, আবার কখনও প্রতিবাদী নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিপুণ এখন অভিনয় করছেন তিনটি সিনেমায়। সিনেমাগুলো হল- শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, এম.এ.আওয়ালের ‘কাদের শত্রু’।
আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিপুণ। সরকারি অনুদানের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী আগুন। এ সিনেমায় নিপুণ মুক্তিযোদ্ধা নারীর চরিত্রে অভিনয় করছেন।
নিপুণ জানালেন, এই সিনেমার ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। ঈদের পর বাকি শুটিং শুরু হবে।
‘মায়ানগর’ সিনেমায় নিপুণ অভিনয় করেছেন বস্তিবাসী এক সরল মেয়ের চরিত্রে। একদিন র্যাম্প মডেলিংয়ে প্রশিক্ষণ নিয়ে জীবনের গল্প পাল্টে ফেলেন নিপুণ। জনপ্রিয় মডেলের গুণগানে মুখর হয়ে ওঠে মিডিয়া। এ সিনেমার ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। ঈদের পর বাকি শুটিং হবে থাইল্যান্ডে।
এম.এ.আওয়ালের ‘কাদের শত্রু’ সিনেমার শুটিং শেষ করেছেন নিপুণ। এতে আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এতে দেখা যাবে নিপুণ ও তার ভাই বাপ্পারাজ বাবার খুনিকে খুঁজে বেড়ায়।
মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন নিপুণ। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন এ প্রজন্মের অভিনেতা বাপ্পী।
এ তো গেল সিনেপর্দার গল্প। নিপুণ টিভিপর্দাতেও সমান ব্যস্ত। কোরবানি ঈদের চারটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক চারটি হল এস.এ. হক অলীকের ‘দৈনিক সুখবর-দুঃখবর’, জাহিদ হাসানের ‘প্রীতি ও শুভেচ্ছা’, মাসুদ সেজানের ‘মানি ইজ নো প্রবলেম’, নেয়ামুলের ‘দুয়ে দুয়ে পাঁচ’।
নিপুণ জানালেন, পাঁচটি নাটকই কমেডি ধাঁচের।
ছোটপর্দায় অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার অভিনীত নাটকগুলো দর্শক প্রশংসা কুড়িয়েছে। বড়পর্দার নিপুণ ছোটপর্দাতেও তাদের মন জয় করতে পেরেছে– এটা আমার বড় পাওনা। আসলে উচ্চশিক্ষাই এক্ষেত্রে এগিয়ে রেখেছে আমাকে। আমার পড়াশোনা দুই জগতের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে।’
নিপুণ সম্প্রতি বাপ্পী সাহার পরিচালনায় ‘মডার্ন টেক্সটাইল’-এর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করলেন।
সামনে ঈদ। নিপুণের ঈদ প্রস্তুতি কেমন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুটিংয়ের ব্যস্ততায় শপিং করতে পারিনি। এ কদিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে শপিং শেষ করে ফেলব। ঈদ ঢাকাতেই করব।’
|