ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় শিশুসহ অন্তঃসত্ত্বা নিহত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সকালে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন – গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশু হাওয়া (৯)।
আহতরা হলেন – ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (মিস্টি) (২৮), হোসেন সাহেব (৩২)। আহত ৪ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক পিকআপভ্যান ও এর চালককে আটক করেছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যান এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাড়ে ৭টার দিকে স্বজনদের চট্টগ্রামের বাসে উঠিয়ে দিতে এসে ভান্ডারিয়ার ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ি নামক স্থানে সড়কের পাশে স্তূপ করা গাছে বসে অপেক্ষা করছিল পরিবারটি। এ সময় মঠবাড়িয়া থেকে আসা মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগের কাজ করা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ঝুমাইয়া বেগম ও শিশু হাওয়া আক্তার নিহত হন।
আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শহীদ মিনার কেন্দ্রিক দুই চেতনা মুখোমূখি, জারী হতে পারে ১৪৪ ধারা
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল
দক্ষিণাঞ্চলে সড়কপথে বাড়ছে মাদকের পাচার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে তালতলায় শিক্ষার্থীদের ক্লাস