Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৬ জেলে আটক
২৬ October ২০২৪ Saturday ৪:২৮:০৫ PM
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৬ জেলে আটক
বরগুনা প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরগুনায় অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় ইলিশ শিকারের অপরাধে ১৮ হাজার টাকা জরিমানাসহ ৬ হাজার মিটার জাল উদ্ধার ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে বরগুনার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় প্রায় ৪ ঘণ্টাব্যাপী জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের নেতৃত্বে জেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
আটক জেলেরা হলেন বরগুনার বেতাগী উপজেলার চরখালী এলাকার মো. লিটন হোসেন (৩৪), মো. কাইয়ুম (২২), নিরু খান (৩০), মো. বেল্লাল (২২), মিরাজ খান (২২) ও আল-আমীন সিকদার (৩৪)।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরগুনার বিষখালী নদীতে একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদীতে জাল ফেলে ছোট একটি ট্রলারকে ইলিশ শিকার করতে দেখা যায়। পরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ওই ট্রলারে থাকা ৬ জেলেকে আটকসহ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৬ জেলেকে আটক করে বরগুনা থানায় পাঠালে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া অভিযানে উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত ইলিশ জেলা সমাজসেবার এতিমখানায় দেওয়া হয়
উল্লেখ্য, গত ১২ অক্টোবর মধ্য রাত থেকে শুরু হয় মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। এ সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা