পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন পৃথকভাবে এ দিবস পালন করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সংসদ সদস্য তার বাংলাবাজারের বাসভবন থেকে র্যালী বের করেন। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, সদস্য মো. জসিম উদ্দিন, তরিকুল ইসলাম মস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম প্রমূখ।
অপরদিকে একই দিন বিকেল ৪টার দিকে পাবলিক মাঠের মুক্তমঞ্চে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থকরা পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুনির হোসেন।
আরও বক্তব্য রাখেন- উপজেলার বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খোকন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিউমোনিয়ায় শিশু মৃত্যু বেড়েছে ৬ গুণ
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার করে নেবে ইসি
স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান