ঝালকাঠিতে আরও একটি মামলায় ব্যারিষ্টার শাহজাহান ওমর জেল হাজতে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাংচুরের মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম সহ ৫জনকে দৃশ্যত আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্যারিষ্টার এম শাহজাহান ওমরসহ অন্য আসামীদের প্রিজন ভ্যানে করে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। আইনজীবীদের শুনানী শেষে ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ১ম আদালত এর বিারক মিরাজুল ইসলাম রাসেল জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার অন্য আসামীরা হলেন, রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য মো রাসেল ও তাওহীদকে এবং তরিকুল ইসলাম সুমন।
২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুরে ঘটনায় বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় ব্যারিষ্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি অফিসে হামল, ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে ব্যারিষ্টার শাহজাহান ওমরসহ ৫৩জনকে আসামী করে চলতি বছরের ২২ নভেম্বর রাজাপুর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
আসামী পক্ষের আইনজীবী জানান, রাজাপুরের একটি বিষ্ফোরক মামলায় পুলিশ দৃশ্যত গ্রেফতারের আবেদন করে। সে আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা আদালতকে বলেছি ঘটনার দিন ব্যারিষ্টার শাহজাহান ওমর ঢাকায় ছিলেন।
আদালতের এজলাস থেকে বের হয়ে সাবেক আইন প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেন,‘ আমার সাথে অন্যায় করা হয়েছে। মামলায় উল্লেখিত সময়ে আমি ঘটনাস্থলেই ছিলাম না। আমি জনগনের ভোটে আবার এমপি হব লিখে রাখ।
প্রসংগত, গত ২১ নভেম্বর কাঠালিয়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তমকে জেল হাজতে পাঠানো হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান