Current Bangladesh Time
Thursday October ৯, ২০২৫ ১:৪৯ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » হাসিনাকে গান শোনালেন তালতলী আ.লীগ নেতা, ফোনালাপ ভাইরাল
২০ March ২০২৫ Thursday ৩:৪৯:৫৯ PM
Print this E-mail this

হাসিনাকে গান শোনালেন তালতলী আ.লীগ নেতা, ফোনালাপ ভাইরাল


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

প্রধান উপদেষ্টাকে কটুক্তি করে গান রচনা করেছেন তালতলী উপজেলার আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজী। ওই গান তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে শুনিয়েছেন। শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

এমন একটি ফোনালাপ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ফোনালাপ ভাইরাল হওয়ার পরপরই ফোরকান ফরাজী এলাকা ছেড়ে পালিয়েছে। দ্রুত ফোরকানকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তালতলী উপজেলা বিএনপি।

এ ঘটনায় বুধবার বিকালে উপজেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজীর ছেলে ফোরকান ফরাজী।

তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কটুক্তি করে গান রচনা করেছেন। ওই গান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে শুনিয়েছেন।

গান শেষে শেখ হাসিনা তাকে গানটি টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফোরকান ফোনে সালাম দিয়ে বলতে শোনা গেছে ‘আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম।

আপা বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা। তালতলী উপজেলা আপনার নির্বাচনি এলাকা।

নির্বাচনি এলাকা তালতলী উপজেলা থেকে আপনারাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলী উপজেলাবাসী প্রস্তুত আছে।

আপনার সাথে আমাকে কথা বলতে সুযোগ করে দেয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিন্দন জানাচ্ছি। আপা আপনার জন্য একটি গান রচনা করেছি। শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফোরকান তার কন্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান।

‘আয়রে আয় ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। রোদে পুড়ে ফসল ফলায় গবীর চাষি মজুরে, সাততলার উপরে থেকে সুদি ইউনূসের গোলা যায় ভরে।

ইউনূসের গোলা যায় ভরে। ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদি ইউনূসের। হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমরা মরি অনাহারে। আয়রে আয় শেখ হাসিনার সৈনিক, ও দেশবাসি থাকিসনা আর ঘরে বসি।

আয়রে আয় শেখ হাসিনার সৈনিক। হাসপাতালে গিয়ে দেখি একি আজব কারখানা। শোসকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা। গান শুনে শেখ হাসিনা বলেন বাহ চমৎকার। পরে তিনি ফোরকানকে বলেন ইউনুস ৭ তলায় নয় ১৬ তলায় থাকেন।

মঙ্গলবার রাতে এ ফোনালাপ ভাইরাল হয়ে যায়। ওই রাতেই ফোরকানের বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফোরকানকে খুঁজতে থাকে। কিন্তু ফোরকান বাড়ি ছেড়ে তার আগেই পালিয়ে যায়।

এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল হক বলেন, ফোরকান ফরাজীর এমন কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। ফোরকানের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফোনকারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও বলেন, ফোরকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com