Current Bangladesh Time
Saturday December ৬, ২০২৫ ৫:০৮ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠি-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে গণসংযোগ করেন রফিকুল ইসলাম জামাল
৬ December ২০২৫ Saturday ১:০৬:৪০ PM
Print this E-mail this

ঝালকাঠি-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে গণসংযোগ করেন রফিকুল ইসলাম জামাল


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামালের উদ্যোগে শুক্রবার বিকেলে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিশাল মিছিল নিয়ে শুরু হয় গণসংযোগ, যা কাঠালিয়ার প্রধান সড়কজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে দেয়। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঁঠালিয়ার প্রধান সড়কগুলো। এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও দলীয় নেতাকর্মীদের কোলাকুলি করেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন দিন দিন বেড়েই চলেছে। রফিকুল ইসলাম জামালও সরাসরি ভোটারদের কাছে পৌঁছে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ, পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হক নান্টু, কাঠালিয়া বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নিজাম মীরবহর, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামসহ রাজাপুর কাঠালিয়ার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন,
সবার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এ অঞ্চলের অনুন্নত মানুষের ভাগ্য পরিবর্তনই হবে আমার প্রধান লক্ষ্য। কৃষক, শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও চাইলে আমাদের মঞ্চে এসে প্রচারণা করতে পারবেন, আমরা গণতান্ত্রিক সহাবস্থানকে সমর্থন করি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কাঠালিয়ায় এ গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন নির্বাচনী উত্তাপ আরও তীব্র হয়ে উঠেছে। ধানের শীষের পক্ষে স্লোগান, সমর্থকদের উচ্ছ্বাস এবং ভোটারদের আগ্রহে নির্বাচনী মাঠের পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
নাব্যতা হারাচ্ছে দক্ষিণাঞ্চলের নদনদী, বিড়ম্বনার শেষ হবে কবে?
বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স: কাতার দূতাবাস
বরিশালে সুতা তৈরির কারখানায় আগুন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com