বরিশাল নগরীর বান্দ রোডস্থ সেইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চুরির ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় এটি এজার দায়ের করা হয়। এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ২ ডিসেম্বর রাত পৌনে চারটায় বান্দ রোডস্থ সেইফ ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের চালা কেটে একটি চোর চক্র ল্যাবে প্রবেশ করে। এক পর্যায় কাউন্টারের ড্রয়ার ভেঙে ৩ লক্ষ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে করে নিয়ে যায়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে স্থানীয় থানায় একটি এজাহার দায়ের করে।ভিডিও ফুটেজের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিহাব উদ্দিনের দীর্ঘ প্রচেষ্টায় নতুন বাজার এলাকা থেকে ইমন নামে এক চোরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ এর পর ওই প্রতিষ্ঠানের কর্মচারী আতিক ও কাওসার ঘটনার সাথে জড়িত রয়েছে বলে জানান। সেই পরিপ্রেক্ষিতে তাদেরকেও গ্রেপ্তার করে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)