Current Bangladesh Time
Wednesday October ৮, ২০২৫ ৮:২০ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা
২৩ March ২০২৫ Sunday ৮:৩১:৫৭ PM
Print this E-mail this

পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির বিষফোঁড়া: পরিকল্পনা উপদেষ্টা


আমাদের বরিশাল ডেস্ক:

পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পকে ‘অর্থনীতির বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি জানিয়েছেন, প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পনা সচিবসহ পরিকল্পনা কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন একনেক মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়, যার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৪ হাজার ১৯৩ কোটি, বৈদেশিক ঋণ থেকে ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪০৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করা হবে।

পায়রা সমুদ্রবন্দর প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “পায়রা সমুদ্রবন্দর বলা হলেও এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনতেই নির্মিত হয়েছে। এটাকে সমুদ্রবন্দর তো দূরের কথা, নদীবন্দরও বলা যায় না। এমনকি বাণিজ্য উপদেষ্টাও একে শুধুই একটি ঘাট হিসেবে আখ্যা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “এই প্রকল্পের জন্য প্রতি বছর বিপুল পরিমাণ ড্রেজিং করতে হবে, যা অর্থনৈতিকভাবে টেকসই নয়। প্লেনে কয়লা আমদানি করলেও খরচ কম হতে পারে। কিন্তু যেহেতু প্রকল্পে অনেক টাকা ব্যয় হয়ে গেছে, তাই বাধ্য হয়েই এটি শেষ করতে হবে।”

ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, সম্প্রতি সরকারি ক্রয় আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে দরপত্রে ১০ শতাংশ দরপ্রস্তাবের সীমা তুলে দেওয়া হচ্ছে। এতে একক ঠিকাদার চক্রের কাজ পাওয়া বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এছাড়া আইএমইডিকে (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) শক্তিশালী করা হবে, উন্নয়ন প্রকল্পগুলোর তথ্য অনলাইনে প্রকাশ করা হবে এবং শতভাগ দরপত্র ইজিপিতে (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) সংযুক্ত করতে হবে।”
সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার
৮ মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তিতে’ পরিণত
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com