Current Bangladesh Time
Saturday December ৬, ২০২৫ ৯:২৩ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » নিজ এলাকায় হান্নান মাসউদের ওপর হামলা,আহত৫
২৪ March ২০২৫ Monday ১১:২৬:২৪ PM
Print this E-mail this

নিজ এলাকায় হান্নান মাসউদের ওপর হামলা,আহত৫


আমাদের বরিশাল ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। 

হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় তিনিসহ এনসিপির পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে জাহাজমারা বাজারে সড়কে (ওছখালি-জাহাজমারা সড়ক) অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মীসমর্থকেরা। এক পর্যায়ে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় ১০টার দিকে আন্দোলনকারীরা সরে যায়। 

হান্নান মাসুদের কয়েকজন সমর্থক জানায়, গত শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ হাতিয়ার গরীব-দুঃখী মানুষের খোঁজখবর নিতে হাতিয়া আসেন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা সফর করছিলেন। সোমবার বিকেলে মাসুদ উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাজারে একটি পথসভায় বক্তৃতা শুরু করেন। এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিতে পথসভায় বাধা দেন এবং হামলা চালান। তাদের হামলায় হান্নান মাসুদসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। পরে বিচার দাবিতে তারা সড়কে অবস্থান করলে সেখানেও হামলা চালানো হয়।

তবে এ বিষয়ে আবদুল হান্নান মাসুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির ফজলুল হক খোকন জানান, জাহাজমারায় কারা কি করেছে, তা তিনি কিছুই জানেন না। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, হান্নান মাসুদের পথসভায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স: কাতার দূতাবাস
‘টেকনিক্যাল সমস্যা’: এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বিত, শুক্রবার দেশে আসছেন জুবাইদা রহমান
ঢালঢোল পিটিয়ে শেষ পর্যন্ত ইজারায়ই চলে গেল স্টিমার পিএস মাহসুদ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com