বরগুনার আমতলীতে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত রিপন ওই গ্রামের বশির হাওলাদারের ছেলে।
আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিজ বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান রিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এতথ্য নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)