Home » বরিশাল » হিজলা » হিজলায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট
১৩ September ২০২৫ Saturday ১১:০২:২৩ PM
হিজলায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর হরিনাথপুর এলাকায় শনিবার (তারিখ উল্লেখযোগ্য) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪৫০ খুঁটি জব্দ করা হয়।
পরে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। এ সময় সহায়তায় ছিলেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত এ সময়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান