ড. ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যা বৈধ নয়: ফয়জুল করীম
নগর প্রতিনিধি:
সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন ডাকলে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রোববার (১৪ সেপ্টেম্বর) বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, ড. ইউনূস একপক্ষীয়ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যা বৈধ নয়। তিনি মনে করিয়ে দেন, তিনটি প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সংবিধানবহির্ভূতভাবে বসে আছে। ১৯৭২ সালের সংবিধান জনগণের কল্যাণ দিতে ব্যর্থ হয়েছে, তাই সংবিধান পরিবর্তন ও সংস্কার অপরিহার্য।
পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে ফয়জুল করী বলেন, এই পদ্ধতিতে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য থাকবে না, সব দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং রাজনৈতিক সহিংসতা কমে আসবে।
তিনি দাবি করেন, বিশ্বের ৯১টিরও বেশি দেশ পিআর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পুরোপুরি এই পদ্ধতিতে নির্বাচন হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যা এখন গণদাবিতে রূপ নিয়েছে।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী ও রাসেল সরদার মেহেদী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান