Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
১৫ September ২০২৫ Monday ১২:৪৫:২৩ AM
বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
সুদূর ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খান। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।
এ সময় উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল হক জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, খলিলুর রহমান শিকদার, রুহুল জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, বাচ্চু নেগাবান, স্বপন শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান