Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে কৃষক বাবুল হত্যায় ২৭ জনের নামে মামলা, গ্রেফতার ৭
১৫ September ২০২৫ Monday ২:৩৫:৩৮ PM
মুলাদীতে কৃষক বাবুল হত্যায় ২৭ জনের নামে মামলা, গ্রেফতার ৭
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে কৃষক বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন।
এর আগে হত্যার ঘটনায় রোববার বেলা ১২টা দিকে মৃধারহাট এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে বাবুল ব্যাপারী (৬০) নামের কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। বাবুল ব্যাপারী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের মৃত গহর আলী ব্যাপারীর ছেলে। জমি বিরোধের জেরধরে একই গ্রামের করিম মল্লিক ও তার লোকজন তাকে কুপিয়ে হত্যা করে বলে দাবি পরিবারের সদস্যদের। ওই সময় আলীম ব্যাপারী, রেশমা আক্তারসহ ৭/৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে রোববার রাতে করিম মল্লিকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫ জনসহ ২৭ জন আসামি করে মুলাদী থানায় মামলা করেন।
মুলাদী থানা পুলিশ জানায়, হত্যার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। রোববার দুপুরে করিম মল্লিক ও তার লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে মৃধারহাট খেয়াঘাট এলাকা থেকে ৭জনকে গ্রেফতার করা হয়।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ৭ আসামি গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান