Home » বরিশাল » বাবুগঞ্জ » বর্ণিল আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
১৫ September ২০২৫ Monday ৮:৪৪:০২ PM
বর্ণিল আয়োজনে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
আল আমিন,বাবুগঞ্জ ॥ বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরন ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত। সোমবার(১৫ সেপ্টেম্বর)সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন অর্থের অভাবে আর কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। আমরা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে দেব। তোমাদের কাছ থেকে চাই শুধু ভালো রেজাল্ট ও মানবিক গুণাবলী সমৃদ্ধ ব্যক্তিত্ব। লেখাপড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, প্রকৃত অর্থে শিক্ষা অর্জন করতে হবে”।
ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরন অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিন। সহকারী অধ্যাপক মোঃ শাহ ই আলম জহির ও সহকারী অধ্যাপক এজাজ হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ,চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম ফকির,প্রতিষ্ঠাতা সদস্য এ.কে.এম.মিজানুর রহমান,গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহে আলম,এ্যাডভোকেট জিয়াউল হক সুমন, অভিভাবক সদস্য হারুন অর রশিদ, মোঃ এনায়েত আলী সিকদার, মোঃ আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসিফ সিকদার প্রমুখ।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আঃ হালিম নবীনদের উদ্দেশে বলেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো— এটুকুই কামনা। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান