Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
১ December ২০২৫ Monday ৭:৪৪:১৬ PM
কাউখালীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাবিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরের কাউখালীতে দোয়া-মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ডিসেম্বর )বিকেলে কাউখালী উপজেলার ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মো.হুমায়ুন কবীর, ওলামা দলের সভাপতি হাফেজ মো যোবায়ের, মাওলানা অধ্যক্ষ হোসাইন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক—তার সুস্থতা জাতির সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।”দোয়া-মোনাজাত পরিচালনা করেন লাঙ্গুলী দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)