লিবিয়া পুলিশের হাতে আটক হয়েছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪০ যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বেনগাজির সিটিখলিফা এলাকার গেইমঘর থেকে তাদের আটক করা হয়। সবাই দালালের মাধ্যমে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন।
আটকদের মধ্যে ৩৬ জন গৌরনদীর, ৩ জন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং ১ জন দালাল চক্রের সদস্য।
আটক হওয়া এক যুবকের মা জেসমিন খানম বলেন, লিবিয়ার একদল পুলিশ ২৭ নভেম্বর রাত ১টার দিকে বেনগাজির সিটি খলিফা এলাকায় অভিযান চালিয়ে গেইমঘর থেকে দালাল চক্রের এক সদস্যসহ মোট ৪০ জনকে আটক করে। আমার ছেলেসহ আটক সব যুবকের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছে লিবিয়া পুলিশ। শনিবার রাতে কৌশলে অন্য একটি মোবাইল দিয়ে আটক হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছে ছেলে। এরপর থেকে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি।
তিনি আরও বলেন, আমার ছেলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইতালি যাওয়ার সময় গত ২৩ সেপ্টেম্বর রাতে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হয়েছিল। আটকের ২৭ দিন পর দালাল জাকির মোল্লা আমার ছেলেসহ অন্য আটকদের ছাড়িয়ে দালাল চক্রের অপর এক সদস্যের জিম্মায় রেখেছিলেন। এবারও আটকদের কারাগার থেকে জাকির মোল্লা ছাড়াবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
জানতে চাইলে মানবপাচার চক্রের সদস্য জাকির মোল্লা বলেন, যতবার আটক হবে, ততবারই নিজের টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)