Current Bangladesh Time
Saturday December ৬, ২০২৫ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ভক্তদের ছারছিনার পীর: হুজুগে বাঙাল হবেন না, যথাসময়ে আমাদের নির্দেশনা পৌঁছে যাবে
১ December ২০২৫ Monday ৯:০১:৩৪ PM
Print this E-mail this

ভক্তদের ছারছিনার পীর: হুজুগে বাঙাল হবেন না, যথাসময়ে আমাদের নির্দেশনা পৌঁছে যাবে


নেছারাবাদ((পিরোজপুর) প্রতিনিধি:

ভক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে ছারছিনার পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, আবেগে হুজুগে বাঙাল হবেন না। যথাসময়ে আমাদের দিকনির্দেশনা পৌঁছে যাবে। সে অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখবেন।

সোমবার (১ ডিসেম্বর) ছারছিনা দরবার শরিফের তিন দিনব্যাপী মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাতের আগে এ দিকনির্দেশনা দেন ছারছিনার পীর।

ছারছিনার পীর বলেন, ‌‌‘দেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল অবস্থা। এসময় দেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব রক্ষা ও দেশের গরিষ্ঠ ৯২ শতাংশ মুসলিম জনতার স্বার্থ রক্ষার ক্ষেত্রে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে সামান্য ভুল হলে জাতিকে যুগ যুগ ধরে তার খেসারত দিতে হবে।’

হুজুগে বাঙাল হবেন না, যথাসময়ে আমাদের নির্দেশনা পৌঁছে যাবে

তিনি বলেন, ‘আমরা ইসলামি হুকুমত চাই, কিন্তু ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামায়াতবিরোধী ইজমকে প্রমোট করতে পারি না। ইসলামের সূচনা কাল থেকেই সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের পরশ ছোঁয়ায় মানুষ ইসলামের অনুপম আদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ সম্পূর্ণরূপে আউলিয়ায়ে কেরামের অবদানে সিক্ত। ছারছিনা দরবার শরিফ আউলিয়ায়ে কেরামের সার্থক উত্তরসূরি।’

আখেরি মোনাজাতে অংশ নিতে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী দরবার শরিফে আগমন করেন। তাকে আন্তরিক মোবারকবাদ জানান ছারছিনার পীর।

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলজেরিয়া দূতাবাসের অ্যাটাশে সুফিয়ান টুম, আলজেরিয়া দূতাবাসের প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
নাব্যতা হারাচ্ছে দক্ষিণাঞ্চলের নদনদী, বিড়ম্বনার শেষ হবে কবে?
বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স: কাতার দূতাবাস
বরিশালে সুতা তৈরির কারখানায় আগুন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com