বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ভক্ত কর্মকার এবং সজল সাহা এক দিনের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তারা দুজনই অত্র বন্দর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্রী গুরু সঙ্ঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভক্ত কর্মকার ০৩ ডিসেম্বর বুধবার সকালে বানারীপাড়া থেকে ঝালকাঠির বাউকাঠি মনসা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ব্যাক্তিগত কাজকর্ম শেষে তিনি পুনরায় বানারীপাড়া আসার পথে বানারীপাড়ার বোর্ড স্কুল-মলঙ্গার মাঝামাঝি স্থান বটতলায় আনুমানিক দুপুর ৩ টা ৪৫ মিনিটে অটোরিক্সা এক্সিডেন্ট করে গুরুতর আহত হন। অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়ে তিনি প্রাথমিক চিকিৎসা সেবা নিচ্ছেন।
অপরদিকে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় বুধবার ঐ একই দিনে বাজার হরিসভা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সজল সাহা বানারীপাড়া থেকে পিরোজপুর যাওয়ার পথে মটরবাইক এক্সিডেন্টে আহত হন। জানা যায় তিনি তার গুরু বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। বর্তমানে তিনি বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
দুজনের এই মর্মান্তিক দূর্ঘটনায় দ্রুত আরোগ্য লাভে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নিকট তাদের পরিবার ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রার্থনা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)