![]() একসাথে অভিনয়ের প্রস্তাব অনন্ত’র, বর্ষার ‘না’
৩০ March ২০১৩ Saturday ১২:২৩:৪৯ AM
জানা গেছে, বর্তমানে অনন্ত’র ‘মোষ্ট ওয়েলকাম-২’ ছবির শ্যুটিং চলছে। যার প্রধান চরিত্রে অভিনয় করছেন অনন্ত-বর্ষা। ছবিটিতে অভিনয় করার কথা ভারতের প্রভাবশালী অভিনেতা জ্যাকি শ্রফ, লাস্যময়ী বিপাশা বাসুসহ অনেকেরই। এরই মধ্যে ছবিটির প্রায় ২০ ভাগ কাজও শেষ হয়ে গেছে। দেশ ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ একাধিক দেশে ছবিটির শ্যুটিং হবার কথা। কিন্তু হঠাৎ করে অনন্ত-বর্ষার ছাড়াছাড়ি হয়ে গেলে অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির ভবিষ্যত। তবে স্ত্রী হিসেবে বর্ষাকে পছন্দ না হলেও নায়িকা হিসেবে এখনো বর্ষাকেই চাইছেন অনন্ত। অনন্ত চাইছেন, বর্ষাকে দিয়েই ছবিটির কাজ শেষ করতে। এজন্য অবশ্য পছন্দের থেকে ব্যবসায়ীক দিকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এ আলোচিত নায়ক। অনন্ত’র ঘনিষ্ট সূত্রমতে, ছবিটিতে বর্ষার পরিবর্তে অন্য নায়িকা নিতে চাইছেন না অনন্ত। তাতে করে আবার প্রথম থেকে ছবিটির শ্যুটিং করতে হবে। আর তা হলে ছবির ব্যয়ও অনেক বেড়ে যাবে। শুধু তাই নয়, অনন্ত বর্ষার সঙ্গে আর্থিক দিকটা যেভাবে ডিল করে থাকেন অন্য অভিনেত্রীর সঙ্গে সেটা সম্ভব হবে না। যে কারণে নায়িকা হিসেবে বর্ষাকে চাইছেন তিনি। অনন্তের ঘনিষ্ঠ সুত্র সংবাদমাধ্যমকে জানায়, তালাক হয়ে গেলেও ছবিটি নিয়ে এরই মধ্যে বর্ষার সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত। এমনকি চেন্নাই থেকে শিগগিরই বর্ষাকে দেশে ফিরতেও বলা হয়েছে। তবে এ প্রস্তাবে বর্ষা সরাসরি ‘না’ বলে দিয়েছেন। এ ব্যাপারে বর্ষা বলেন, ‘আপাতত অনন্ত’র সঙ্গে কাজ করতে আমার মন সায় দিচ্ছেন না। জীবনে অভিনয়টাই সব নয়, মন বলেও একটা ব্যাপার থাকে।’ এ সম্পর্কিত আরো সংবাদঃ সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিনোদন ডেস্ক :: স্ত্রী বর্ষার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি, বর্ষার চারিত্রিক সমস্যা নিয়ে নানা মন্তব্য, সংবাদ সম্মেলন করে ডিভোর্সের ঘোষনা ও নিজের অবস্থান জানানোর পর এখন আবার সেই বর্ষাকেই কাছে ডাকলেন হালের আলোচিত নায়ক এম এ জলিল অনন্ত। এতকিছুর পর সেই বর্ষাকে নিয়ে আবার সিনেমা নির্মানের ঘোষনা দিয়েছেন তিনি। তবে তাতে সাফ না করে দিয়েছেন বর্ষা।