বহু প্রেমে অনন্ত-বর্ষা সমানে সমান!
বিনোদন ডেস্ক :: বর্তমানে টর্নেডো চলছে বাংলা সিনেমার হালের সফল তারকা দম্পত্তি অনন্ত-বর্ষার ঘরে। শুধু তাদের সংসারই নয় টর্নেডোর ছোবল এখন লণ্ডভন্ড করছে অনেকের ঘরই। আস্তে আস্তে বেরিয়ে আসছে অনন্ত জলিল ও বর্ষার নানা অজানা কাহিনী। স্বয়ং অনন্ত বর্ষাকে আখ্যা দিয়েছেন ‘পরকীয়ার রানী’ হিসেবে।
অনন্ত দাবি করেছেন, বিয়ের পরেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন বর্ষা। সিনেমার পরিচালক থেকে জাতীয় দলের ক্রিকেটার পর্যন্ত অনেকের সঙ্গেই চলেছে বর্ষার অবৈধ সম্পর্ক। এমনকি তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য গোপন মোবাইল ফোনও ব্যবহার করতেন বর্ষা। সেই অভ্যাসটা তার এখনও যায়নি।
অনন্ত দাবি করেন, আমাদের বিয়ের আগেও বর্ষার চারিত্রিক সমস্যা ছিল। তবে বিয়ের পর এমন ঘটনা আর ঘটবে না, এমন আশ্বাসেই আমি তাকে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পরও সে কথা রাখেনি। যোগ করেন তিনি।
অনন্ত জানান, বাংলাদেশ জাতীয় দলের এক স্বনামধন্য ক্রিকেটারের সঙ্গেও বর্ষার অবৈধ সম্পর্ক রয়েছে। সেই খেলোয়ার দেশের বাইরে গেলেও স্কাইপিতে তাদের আলাপ চলতো। তাছাড়া চেন্নাইয়ের এক যুবকসহ আরো অনেকের সঙ্গেই তার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। এক পর্যায়ে তিনি হতাশাভরা কণ্ঠে বলেন, বর্ষার প্রেমের গল্প বলতে গেলে শেষ করা যাবে না।
তবে অনন্তর নানা অভিযোগ নিয়ে বর্ষা দাবি করেন, বিয়ের আগে আমি কী করেছি স্বামী হিসেবে এখন তো ওর এসব নিয়ে কথা বলা উচিত নয়। আমি একজন সেলিব্রিটি, আমার অনেক ভক্ত থাকতে পারে। তারা নানা ধরনের মন্তব্য করতে পারে। আর বিয়ের আগের সম্পর্কের কথা বললে তো আমি অনন্তর অনেক গুমোরই ফাঁস করে দিতে পারি। আমার সঙ্গে বিয়ের আগে কার কার সঙ্গে অনন্তর কী ধরনের সম্পর্ক হয়েছিল সেসব বললে তো এখন অনেকের সংসারেই অশান্তির জন্ম নেবে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ শুক্রবার পারিবারিক ভুল বোঝাবুঝি থেকে পরস্পরের বিরুদ্ধে মোহম্মদপুর থানায় জিডি করেন চিত্র নায়ক এম এ জলিল অনন্ত ও তার স্ত্রী চিত্র নায়িকা খাদিজা পারভীন বর্ষা। শুক্রবার বিকেলে অনন্ত মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রী বর্ষার চারিত্রিক সমস্যা আছে। তাই তিনি বাড়ি থেকে চলে গেছেন। বর্ষা তাঁর ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কা থেকেই থানায় অভিযোগ করেছেন বলে জানান অনন্ত। একই দিন রাতে বর্ষা একই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন, অনন্ত তাঁকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন। তবে ২৪ মার্চ রোববার সন্ধ্যায় অনন্ত ও বর্ষা তাঁদের আইনজীবী এবং প্রতিনিধিদের মাধ্যমে মোহাম্মদপুর থানায় গিয়ে পরস্পরের বিরুদ্ধে করা জিডি (সাধারণ ডায়েরি) প্রত্যাহারের আবেদন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদঃ
‘রাহার সাথে আমার কোনো সম্পর্ক ছিলনা’ – অনন্ত
অনন্তর সঙ্গে পরকীয়ার জেরে রাহার আত্মহত্যা!
রাহার বাবাকে জিজ্ঞাসাবাদ, কবর থেকে তোলা হচ্ছে লাশ
লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্যু
|