" />
AmaderBarisal.com Logo

‘আমাদের ডিভোর্স হয়নি’ – বর্ষা


আমাদেরবরিশাল.কম

৩ April ২০১৩ Wednesday ৪:২৬:৪২ PM

ananta-jalil-barsha অনন্ত-বর্ষাবিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা অনন্ত-বর্ষার বিবাহ বিচ্ছেদের খবর বেশ ঘটা করে তারা প্রচার করেছিলেন। কিন্তু এ খবর পুরানো হওয়ার আগেই আবারও এলো চমকে যাওয়ার মত একটি খবর। সব কিছু ভুলে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন অনন্ত-বর্ষা। অনন্ত-বর্ষার দাবী, তাদের ডিভোর্স হয়নি! যা কিছু ঘটেছে –রটেছে তা সবই ভুল বোঝাবুঝি আর মান অভিমান থেকে।

একাধিক সূত্র জানায়, কলকাতা থেকে দেশে ফিরেই এম এ জলিল অনন্তর সাথে ফোনে যোগাযোগ করেছেন বর্ষা। ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখোমুখি হবেন অনন্ত-বর্ষা। সমঝোতার মাধ্যমে আবার সংসার জীবনে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন দুজনই।

আর ডিভোর্সের বিষয়ে বর্ষার বক্তব্য হলো, ‘পুরো ঘটনাটা একটা ভুল বোঝাবুঝি। অনন্ত রাগের মাথায় ডিভোর্স লেটার নিয়ে আসে। আর আমিও রাগের কারণে স্বাক্ষর করি। কিন্তু অনন্ত সংবাদ সম্মেলনে বলেছে দুজনের সমঝোতার ভিত্তিতেই কাজীর সামনে ডিভোর্সে স্বাক্ষর করেছি। আসলে স্বাক্ষরের সময় আমাদের মধ্যে কোন রকম সমঝোতা হয়নি। কোন প্রতক্ষদর্শীও ছিলো না।’

এ বিষয়ে অনন্তর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মিডিয়া কর্মকর্তা সজিব জানান, ‘স্যার ব্যস্ত আছেন’। আর নতুন করে সমঝোতা হচ্ছে কিনা এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এদিকে এক টিভি মিডিয়াকে মঙ্গলবার অনন্ত জানিয়েছেন, তিনি ভুল বোঝাবুঝি থেকে সংবাদ সম্মেলন করেছিলেন। তাদের ডিভোর্স হয়নি। এখন থেকে তারা আবার একসাথে ছবি করবেন।

এক বছর প্রেম করে ২০১১ সালে বিয়ে করে ঘর বাধেন অনন্ত-বর্ষা জুটি। এরপর সম্পর্কের মধ্যে নানা কারনেই শুরু হয় টানাপড়েন। একে অন্যের বিরুদ্ধে বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিয়োগ করেন। এর রেশ ধরেই বিবাহ বিচ্ছেদের ঘোষনা দেন এই তারকা দম্পত্তি। সংবাদ সম্মেলন করে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে ঘোষনাও দেন অনন্ত।

এ সম্পর্কিত আরো সংবাদঃ
একসাথে অভিনয়ের প্রস্তাব অনন্ত’র, বর্ষার ‘না’
‘বিচ্ছেদনামায় জোর করে সাক্ষর নেয়া হয়েছে’ – বর্ষা
অনন্ত-বর্ষার বিবাহ বিচ্ছেদ!
বহু প্রেমে অনন্ত-বর্ষা সমানে সমান!
‘রাহার সাথে আমার কোনো সম্পর্ক ছিলনা’ – অনন্ত
অনন্তর সঙ্গে পরকীয়ার জেরে রাহার আত্মহত্যা!
রাহার বাবাকে জিজ্ঞাসাবাদ, কবর থেকে তোলা হচ্ছে লাশ
লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্যু



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।