|
| | | | বরগুনায় সাড়ে ১৫ লাখ বাগদা পোনা আটক
বরগুনা, ৬ জুন (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বঙ্গোপসাগর তীরবর্তী বরগুনার পাথরঘাটা, নিদ্রা-সকিনা থেকে ৬ জুন বুধবার ভোররাত ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা সাড়ে ১৫ লাখ বাগদা পোনা আটক করেছে। ৬ জুন বুধবার সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে আটককৃত পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে।
কোষ্টগার্ড পাথরঘাটা ক্যাম্পের ষ্টেশন কমান্ডার লে. মোঃ হারুন-অর-রশিদ আমাদের বরিশাল ডটকমকে জানান, কিছু সংখ্যক জেলেরা বাগদা পোনা ধরার নামে বিভিন্ন জাতের কোটি কোটি পোনা মাছ মেরে ফেলছে। যার কারনে তারা ৬ জুন বুধবার ভোররাতে অভিযান চালিয়ে সাগর তীরবর্তী পাথরঘাটা, নিদ্রা-সকিনা থেকে সাড়ে ১৫ লাখ বাগদা পোনা আটক করেছে। আটককৃত পোনার বাজার মূল্য ৩১ লাখ টাকা বলে জানান তিনি।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
পরিবহন সংকটে হিমশিম অবস্থা বরিশাল মেট্রোপলিটন পুলিশের
ভোলা-বরগুনাসহ ১৫ জেলায় নতুন ডিসি
‘বাকসু’ নাম নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানাটানি
বরিশালে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু
এক মঞ্চে বরিশাল জেলা-মহানগর বিএনপি, তৃণমূলে উচ্ছ্বাস
| |