অভিনয়ে ফিরলেন তিন্নি
বিনোদন ডেস্ক :: দীর্ঘ দুই বছর বিরতির পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘এই মায়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাটকে ফিরলেন মডেল-অভিনেত্রী তিন্নি। ২ জানুয়ারী বুধবার ঢাকার বসুন্ধরার ইউটিসি বিল্ডিংয়ে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটটিকে তিন্নি নাম ভূমিকায় অভিনয় করছেন। কথা ছিল, আগামী ফেব্রুয়ারিতে অভিনয়ে ফিরবেন তিনি্ন। কিন্তু ‘এই মায়া’র গল্প-স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় পূর্ব-ঘোষিত সময়ের আগেই শুটিংয়ে ফিরলেন তিনি।
নাটকটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘নতুন বছরে নতুন একটি নাটকের কাজ করবো এটা আসলে হঠাৎ করেই করা। এক্ষেত্রে অপূর্ব সিডিউল দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেছেন। সেইসঙ্গে তিন্নি কাজ করছেন, তার কাছেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ। নাটকটি একাধারে রোমান্টিক ও মনস্তাত্তি্বক পটভূমিতে নির্মিত হয়েছে। স্ত্রীর ওপর স্বামীর অবহেলার ভয়ঙ্কর পরিণতির কথা এর গল্পে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। শুটিংয়ের পুরোটা সময়েই তিন্নি বেশ প্রাণবন্ত ছিলেন। তিনি যথাযথভাবে তার চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছেন। দীর্ঘদিন তিনি মিডিয়ার বাইরে ছিলেন, তার অভিনয় ক্যারিশমা দেখে সে কথা একবারও মনে হয়নি।’
এদিকে তিন্নি জানান, ফেব্রুয়ারিতে চয়নিকা চৌধুরীর ‘আলোতে অন্ধকারে’ ধারাবাহিকেও তিনি অভিনয় করবেন। গত বছরই তিনি এ ব্যাপারে পরিচালককে কথা দিয়ে রেখেছেন। এছাড়াও তার হাতে আরো একাধিক নাটকের প্রস্তাব এসেছে। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোতেও তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
‘এই মায়া’ নাটকটি লিখেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। টানা শুটিংয়ের মাধ্যমে নাটকের পুরো কাজ শেষ করা হবে।
প্রায় দুই বছর মিডিয়ার বাইরে ছিলেন তিন্নি। ব্যক্তিগত কারণেই তিনি অভিনয়কে এতদিন এড়িয়ে গেছেন। তবে নতুন বছরে আবার নতুন উদ্যোমে অভিনয়ে ফিরেছেন। এদিকে গত ঈদুল ফিতরে তিন্নি অভিনীত চলচ্চিত্র ‘সে আমার মন কেড়েছে’ মুক্তি পেয়েছে। ছবিতে তার বিপরীতে শাকিব খান অভিনয় করেছেন। দর্শকরা এ জুটিকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। আগামীতেও তার চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে রয়েছে বলে তিন্নি জানিয়েছেন।
|