Home » বরিশাল » সংবাদ বিজ্ঞপ্তি » বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে শিক্ষার্থী এবং কর্মরতদের অভিযোগের তদন্ত সাপেক্ষে সমাধান করে প্রয়োজনীয় চিকিৎসা আয়োজন নিশ্চিতের দাবী জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাখা।
২৯ April ২০২৪ Monday ৭:৪৩:৫০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে শিক্ষার্থী এবং কর্মরতদের অভিযোগের তদন্ত সাপেক্ষে সমাধান করে প্রয়োজনীয় চিকিৎসা আয়োজন নিশ্চিতের দাবী জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাখা।
প্রেস বিজ্ঞপ্তিঃ
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিবাত আহমেদ এবং সদস্য সচিব সাগর মিত্র আজ এক যৌথ বিবৃতিতে বলেন প্রতিষ্ঠার শুরু থেকে অনিয়মে নিমজ্জিত বরিশালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার। চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ শিক্ষার্থীদের হতাশ করে ফিরিয়ে দেয়াটা যেন মেডিকেল সেন্টারের একমাত্র দায়িত্বে পরিনত হয়েছে। বহুদিন ধরে চলে আসা এই চর্চা শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যূনতম চিকিৎসা সেবা প্রদানে অপারগতার জন্য দায়ী প্রশাসনের সদিচ্ছার অভাব ।
তারা আরো জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে নিয়ে শিক্ষার্থীরা অতীতে বহুবার অভিযোগ জানিয়েছে। মেডিকেল সেন্টারে গিয়ে চিকিৎসক না পাওয়া,প্রাথমিক চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং ওষুধ এর অপ্রতুলতার মত গুরুতর অভিযোগের সমাধানের ক্ষেত্রেও প্রশাসন যথেচ্ছ উদাসীনতা দেখিয়েছে। সম্প্রতি কর্মরত সিনিয়র মেডিকেল অফিসারের বিরুদ্ধে এক জুনিয়র নারী সহকর্মী অশোভন আচরণ ও হেনস্থার অভিযোগ তুলেছেন। আবার ঐ নারী সহকর্মীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার মত পালটা অভিযোগ এসেছে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল মনে করে শিক্ষার্থী এবং কর্তব্যরত চিকিৎসকদের থেকে যে অভিযোগগুলো এসেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে মেডিকেল সেন্টার পুর্ণাঙ্গ সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের চিকিৎসা দিতে সমর্থ হবে না। ফলে এক্ষেত্রে প্রশাসনকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
সবশেষে নেতৃবৃন্দ, মেডিকেল সেন্টারের সকল অনিয়ম দূর করে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মেডিকেল সেন্টারকে শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী তথা সকল অংশীজনদের আস্থা এবং নির্ভরযোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান ।
আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার