Home » কাউখালী » পিরোজপুর » পিরোজপুরে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২
২৭ October ২০২৪ Sunday ৪:৩৯:৩৮ PM
পিরোজপুরে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২
কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী থানার দাশেরকাঠি এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার এবং ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার চুরির দায়ে অভিযুক্ত দুই জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খাঁন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাহফুজ খান (২৩) কাউখালী থানার দাশেরকাঠি এলাকার মো. আজিজ খানের ছেলে। অপরজন হলেন মো. রাকিব (২০)। তিনিও একই এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মো. মিজানুর রহমান সরদার বাদী হয়ে তার চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা বিষয়ে থানায় মামলা দায়ের করলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার এবং অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খাঁন বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন বিশ্বাস তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মো. মাহফুজ খান ও মো. রাকিবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসামিদের দেওয়া তথ্য মতে তাদের বসতঘর থেকে বাদীর চুরি যাওয়া স্বর্ণের রুলি ১টি, কানের দুল ১ জোড়া, রূপার নুপুর ১ জোড়া, এবং আসামি মাহফুজ খানের পরিহিত প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০ টাকা জব্দ করা হয়।’
আসামিদের আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকী মালামাল উদ্ধার ও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাকেরগঞ্জের সাবেক মেয়রসহ আ. লীগের ১৮ নেতাকর্মী কারাগারে
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে দুই মাস বন্ধ থাকবে উৎপাদন
ছাদ বাগানে কাটা বোতলে কালিজিরা ধানের চাষ
ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা